হরিপুর উপজেলা পরিষদ হতে প্রায় কোয়াটার কিলোমিটার দূরে ০৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। ইউনিয়নের পূর্বে ভারত সীমান্ত ও পশ্চিমে ভারত সীমান্ত রয়েছে এবং উত্তরে ডাঙ্গীপাড়া ইউনিয়ন ও দক্ষিণে ভারত সীমান্ত রয়েছে।
ক) নাম – ০৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদ ।
খ) আয়তন – ৩০.৬৫ বর্গ কি: মি:
গ) লোকসংখ্যা –২০৬৯৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৫ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা - ০৪ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মিনিবাস/ভ্যান/রিক্সা/বাই সাইকেল।
জ) শিক্ষার হার – (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
কলেজঃ ০৪টি
উচ্চ বিদ্যালয়ঃ ০৬টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি
মাদ্রাসা- ০৬ টি।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মমিনুল ইসলাম (এডিসন)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- হরিপুর কেন্দীয় জামে মসজিদ এবং হরিপুরের নাট মন্দির।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – হরিপুরের নাট মন্দির।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –পুরাতন ভবন ভবন নির্মান----------- সালে , নতুন কমপ্লেক্সঃ নাই।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১১/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১৮/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৩/০৮/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
হরিপুর, দনগাঁও, কাড়িগাঁও, কুশগাঁও
ভবানন্দপুর, তিনুয়া, মিনাপুর, জীবনপুর
দেহট্ট, খোলড়া, তোররা, বসলগাঁও
বালিহারা, মশানগাঁও, ভগবানপুর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন দফাদার/ গ্রাম পুলিশ – ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS